| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ‘শনিবার বেফাকের আমেলা বৈঠক, যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে’


‘শনিবার বেফাকের আমেলা বৈঠক, যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে’


রহমত নিউজ ডেস্ক     20 December, 2022     07:55 PM    


আগামী ২৪ ডিসেম্বর শনিবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।  এদিকে বেফাক সংশ্লিষ্ট মাদরাসা ও দেশের শিক্ষাবিদগণের প্রশ্ন, ‘দশম কাউন্সিলের মতো ১১তম কাউন্সিলও কালক্ষেপণ করে অনুষ্ঠিত হবে নাকি যথাসময়ে আগামী ফেব্রুয়ারি মাঝেই অনুষ্ঠিত হবে? সব প্রশ্নে উত্তর হয়তো শনিবারের আমেলার বৈঠক শেষে জানতে পারবেন বেফাকের গুণমুগ্ধরা।

জানা যায়, কাজলার বেফাকের নতুন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে আমেলার সদস্যগণ উপস্থিত থাকবেন। বৈঠকে সভাপতিত্ব করবেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।

আসন্ন আমেলা বৈঠকে বিষয়ে বেফাকের সহ-সভাপতি হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গওহরপুরী বলেন, বেফাকের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন মাস পর পর আমেলা বৈঠক অনুষ্ঠিত হতে হয়; যেখানে গত তিন মাসে গৃহিত বিভিন্ন সিদ্ধান্ত পাশ করা হয়। আসন্ন আমেলা বৈঠকে সাম্প্রতিক বেশ কিছু ইস্যু ও বেফাকের নিজস্ব এজেন্ডা নিয়ে আলোচনা হবে। গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী ২০২৩ সালের ফেব্রুয়ারির ভেতর বেফাকের ১১ তম কাউন্সিল হওয়ার বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। গঠনতন্ত্র অনুযায়ী পাঁচ বছর পর পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার বিধান। যথা সময়ে সে বিষয়ে সিদ্ধান্ত আসবে।

প্রসঙ্গত, বেফাকের গঠনতন্ত্র অনুযায়ী পাঁচ বছর পর পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে কিছুটা দেরিতে অনুষ্ঠিত হয়েছিল দশম কাউন্সিল। ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হয়েছিল সে কাউন্সিল; যেখানে আল্লামা শাহ আহমদ শফীকে সভাপতি ও জামিয়া আরাবিয়া ইমদাদুল ঊলূম ফরিদাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল কুদ্দুসকে মহাসচিব নির্বাচিত করা হয়। পরবর্তীতে আল্লামা শাহ আহমদ শফির মৃত্যু ও মাওলানা আব্দুল কুদ্দুসের পদত্যাগের কারণে ২০২০ সালের ৩ অক্টোবর আমেলা বৈঠকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হোন মাওলানা মাহমুদুল হাসান এবং ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হোন মাওলানা মাহফুজুল হক।